পিএনএস ডেস্ক: : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির আংশিক ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি পদ পেয়েছেন রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন নাসির উদ্দীন নাসির।
শুক্রবার (০১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক হিসেবে আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক হিসেবে মো. জাহাঙ্গীর আলম এবং প্রচার সম্পাদক হিসেবে শরিফ প্রধান শুভ পদ পেয়েছেন।
এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল দায়িত্বে ছিলেন। তাদের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করে ৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
পিএনএস/শাওন
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন
01-03-2024 04:51PM