অন্তর্বর্তী সরকারকে অবশ্যই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে: জোনায়েদ সাকি

  05-10-2024 08:31PM

পিএনএস ডেস্ক: অন্তর্বর্তী সরকারকে অবশ্যই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শনিবার (৫ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সরকারি বাসভবন যমুনায় সংলাপে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জোনায়েদ সাকি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে তাকে অবশ্যই জনগনের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।

এর আগে, দুপুর আড়াইটার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ করে বিএনপির প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোড ম্যাপ চাওয়ার পাশাপাশি বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন তিনি।

এরপর প্রধান উপদেষ্টার সংলাপের আহ্বানে বিকেল ৩টা ২৫ মিনিটে যমুনায় প্রবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধিদল, যার নেতৃত্ব দেন দলটির আমির ডা. শফিকুর রহমান। ঘণ্টাখানেক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেন তারা।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন