ভালো নির্বাচন দিতে না পারলে জনগণ ক্ষমা করবে না: শায়েখে চরমোনাই

  23-11-2024 01:35AM

পিএনএস ডেস্ক: ভালো নির্বাচন উপহার দিতে না পারলে নতুন নির্বাচন কমিশনকে দেশের জনগণ কখনোই ক্ষমা করবে না বলে হুঁশিয়ার করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন ভোলা উত্তর শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

নতুন নির্বাচন কমিশনের প্রধানকে (সিইসি) উদ্দেশ করে শায়েখে চরমোনাই বলেন, যদি ভালো একটি নির্বাচন উপহার দিতে না পারেন, তাহলে দেশের জনগণ কখনই আপনাকে ক্ষমা করবে না। দেশের জনগণ নিরপেক্ষ, নির্দলীয় ও গ্রহণযোগ্য একটি নির্বাচন চায়। যে নির্বাচনে প্রত্যেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য নতুন সিইসিকে আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন পরিবেশ তৈরি করুন, যাতে নির্বাচনে প্রত্যেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পছন্দমতো প্রার্থীকে জনগণ ভোট দিয়ে বিজয়ী করতে পারে। এমন এটি নির্বাচনের ব্যবস্থাই কমিশনকে করতে হবে।

ফয়জুল করিম বলেন, হত্যাকারী, খুনি ও লুটেরা আবারও ক্ষমতায় আসার জন্য চক্রান্ত করছে। তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। এসময় যে দল বা ব্যক্তির মধ্যে দুর্নীতি ও চাঁদাবাজ আছে, তাদের দল না করা ও তাদের ভোট না দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

ভোলার গ্যাস প্রসঙ্গে তিনি বলেন, ভোলার গ্যাসে ভোলার জনগণের অধিকার বেশি। তাই ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দিবে হবে। ভোলা-বরিশাল ব্রিজ খুবই প্রয়োজন। সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান শায়েখে চরমোনাই।

এসময় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলনের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ওবায়েদুর রহমান বিন মোস্তফা, ভোলা উত্তর শাখার সভাপতি আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি তরিকুল ইসলাম প্রমুখ।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন