পিএনএস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।
অ্যান্টিগার এই ভেন্যুতে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। সর্বশেষ দুই টেস্টের দুটিরই প্রথম ইনিংসে যথাক্রমে ১০৩ ও ৪৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক টেস্ট ফর্মও ভালো না। এর মধ্যে অভিজ্ঞ দুই ক্রিকেটার ছিটকে গেছেন ইনজুরিতে।
তারপরও জয়ের লক্ষ্যেই ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের সঙ্গী হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। স্পিনে অধিনায়ক মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম।
জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হয়নি লিটন দাসের, পরে খেলেননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। তাকে ফেরানো হয়েছে একাদশে। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার পর আবার সুযোগ পেয়েছেন শাহাদাৎ হোসেন দীপু।
অন্যদিকে, সিরিজ শুরুর একদিন আগেই নিজেদের একাদশ ঘোষণা করে দিয়েছিল ক্যারিবীয়রা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৪ বিশেষজ্ঞ পেসারের পাশাপাশি আরও একজন পেস বোলিং অলরাউন্ডার তাদের একাদশে আছে, সবমিলিয়ে ৫ জন পেসার নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ:
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ ও জেইডেন সিলস।
এসএস
টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠালেন মিরাজ
22-11-2024 08:34PM