পিএনএস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নিষিদ্ধ সংগঠন কীভাবে মিছিল করে, তা সরকারকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সঙ্গে এও লক্ষ্য রাখতে হবে যে, দেশে যেন অশুভ শক্তির উদয় না হয়।
শনিবার (৮ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রেীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় সারাদেশে নারী হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেন, এসব ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদদ থাকতে পারে। তারা বর্হিবিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই হয়তো এমনটা করছে।
তিনি আরও বলেন, নারীদের পোশাক নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। আধুনিক যুগে নারীদের বন্দি রাখলে সমাজ এগিয়ে যাবে না।
ক্যাম্পাসে মেয়েদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে জানিয়ে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের পথে জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
বিএনপি ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তায় নতুন যুগের সূচনা করবে বলেও সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা জানান।
পিএনএস/আনোয়ার
নিষিদ্ধ সংগঠন কীভাবে মিছিল করে, সরকারকে তা গুরুত্বের সঙ্গে দেখতে হবে: রিজভী
08-03-2025 01:42PM
