কঙ্গোর নদীতে ফেরি ডুবি: ৩৮ জনের মৃত্যু, শতাধিক নিখোঁজ

  22-12-2024 10:06PM

পিএনএস ডেস্ক: কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলের বুসিরা নদীতে শুক্রবার রাতে একটি অতিরিক্ত যাত্রীবাহী ফেরি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ১০০ জনের বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় মেয়র জোসেফ কাঙ্গোলিঙ্গোলি জানান, ফেরিটি ক্রিসমাস উপলক্ষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। এতে মূলত ব্যবসায়ীরা ছিলেন। তারা উৎসবের আগে নিজেদের গ্রামে ফিরছিলেন। ফেরিটি ইনজেন্ডে এবং লুলো নামে দুটি বন্দর পাড়ি দিয়ে বোয়েন্ডে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শী এনডোলো কাড্ডি বলেন, ফেরিটিতে ৪০০ জনের বেশি যাত্রী ছিল। এটি যাত্রাপথে দুইটি বন্দরে থেমে আরও যাত্রী তোলে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

দুর্ঘটনার পর এখন পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ ঘটনার চার দিন আগেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আরেকটি নৌকাডুবিতে ২৫ জনের মৃত্যু হয়। অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাগুলো বারবার ডুবির ঘটনা ঘটলেও সঠিক ব্যবস্থার অভাবে এই পরিস্থিতি থামছে না। স্থানীয় প্রশাসন দীর্ঘদিন ধরে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌযানে অতিরিক্ত বোঝাই নিষিদ্ধ করেছে। তবে, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সড়ক যোগাযোগের সুযোগ সীমিত হওয়ায় তাদের নদীপথে ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়।

বিগত কয়েক মাসে কঙ্গোতে এমন আরও কয়েকটি নৌদুর্ঘটনা ঘটেছে। গত অক্টোবরে একটি নৌকা ডুবে ৭৮ জন এবং জুন মাসে কিনশাসার কাছে আরেকটি দুর্ঘটনায় ৮০ জন প্রাণ হারান।

ফেরি ডুবির সাম্প্রতিক ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তারা। এমবানডাকা শহরের স্থানীয় প্রশাসনের সদস্য নেসটি বোনিনা বলেন, নদীপরিবহন বিভাগের কর্মীরা চোখের সামনেই কীভাবে রাতের অন্ধকারে একটি অতিরিক্ত বোঝাই ফেরি চলাচল করতে দিল? আমরা এখন শতাধিক মৃত্যুর হিসাব করছি। এটি মেনে নেওয়া যায় না।

কঙ্গোর সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে বিদ্রোহীদের কারণে সড়কপথ প্রায়ই বন্ধ থাকে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষ কাঠের নৌযানে ভ্রমণ করতে বাধ্য হয়। তবে এসব নৌযানের অনেকগুলোই পুরনো এবং অতিরিক্ত যাত্রী ও মালপত্রের চাপে নুয়ে পড়ে।

নৌযানগুলোর নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি দূরবর্তী অঞ্চলের মানুষদের জন্য বিকল্প পরিবহন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন