পিএনএস ডেস্ক: বিজেপি নেতা ও বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, ‘বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ-অনুভূতি দুটোই আছে। আমি মনে করি পশ্চিমবঙ্গের অনেকেরই মনে সেটা আছে। তবে সেই আবেগ-অনুভূতির জায়গা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক।’
সম্প্রতি ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
মিঠুন চক্রবর্তী বলেন, ‘যেসব সর্তকবার্তা শুনছি, বাংলাদেশের নেতারা যে যা পারছে বলছে। আমি একটাই কথা বলব, ভারতকে খাটো করে দেখবেন না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে। বিশেষ করে বাংলাকে শিখতে হবে। এছাড়া সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাজ না করি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, নিশ্চিত।’
পিএনএস/রাশেদুল আলম
বাংলাদেশ নিয়ে আবেগ-অনুভূতি নষ্ট হয়ে যাচ্ছে: মন্তব্য মিঠুনের
23-12-2024 12:38AM