পিএনএস ডেস্ক: আদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে তিনি এই কথা বলেন।
জামায়াতের আমির বলেন, মানবিক রাষ্ট্র গড়তে চিকিৎসা হতে পারে উদাহরণ। পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন ও রিসার্চ ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না।
তাই এই দুটি ক্ষেত্রের ওপর মনোযোগী হওয়ার পরামর্শ দেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশে সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে।
পিএনএস/আনোয়ার
আদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জামায়াতের আমিরের
25-12-2024 01:55PM