পিএনএস ডেস্ক: সম্প্রতি ভারতের কলকাতার বিতর্কিত সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের একটি টকশোতে বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব মো. তারেক রহমানের সঙ্গে যুক্তি-তর্কের একপর্যায়ে শেখ হাসিনা প্রসঙ্গে ময়ূখ বলেন, "শেখ হাসিনাকে দেবো না আমরা!"
এর জবাবে তারেক হেসে বলেন, "তাহলে মোদীর সাথে শেখ হাসিনাকে বিয়ে দিয়ে দেন!" এই মন্তব্য শুনে উপস্থিত সবাই বিস্মিত হন, আর ময়ূখ রঞ্জনের চেহারায় অসহায়ত্ব প্রকাশ পায়।
ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
টকশোতে ময়ূখ রঞ্জন বাংলাদেশ নিয়ে তার স্বভাবসুলভ বিতর্কিত বক্তব্য দিলে তারেক রহমান দৃঢ় জবাব দেন। তিনি বলেন, "আমাদের বাংলাদেশ আমরাই চালাব। ভারত নিজেদের টয়লেটের সমস্যা আগে সমাধান করুক। যারা নিজেদের টয়লেটের সমস্যাই মেটাতে পারে না, তারা কেন বাংলাদেশে নাক গলায়?"
উল্লেখ্য, ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশবিরোধী অপপ্রচারের জন্য বহুবার সমালোচিত হয়েছেন। তার অতি নাটকীয় উপস্থাপনা এবং বিতর্কিত বক্তব্য অনেকের কাছে অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়। এই টকশোর পর থেকে তিনি আরও বেশি ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হচ্ছেন।
এসএস
হাসিনাকে মোদীর সাথে বিয়ে দিতে বললেন গণ অধিকার পরিষদের তারেক
29-12-2024 07:44PM