১৪ বছর পর প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন, নেতাকর্মীদের ঢল

  31-12-2024 11:20AM


পিএনএস ডেস্ক: দীর্ঘ ১৪ বছর পর প্রকাশ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

সম্মেলনে নেতাকর্মীদের ঢল নেমেছে। এতে সারা দেশ থেকে ছাত্রশিবিরের সদস্যরা সরাসরি অংশ নিয়েছেন।

সম্মেলন উপলক্ষে উদ্যান এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই বেশ উচ্ছ্বসিত। সারাদেশ থেকে আসা সদস্যরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলনে অংশ নিয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শিবিরের ঐতিহ্য অনুযায়ী শহীদের পিতা এ সম্মেলন উদ্বোধন করেন। দুটি সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যকারী সেশন অনুষ্ঠিত হবে।


পিএনএস /আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন