পিএনএস ডেস্ক: শোবিজের পরিচিত মুখ সাফা কবির। ক্যারিয়ারে বেশ কিছু ভালো কাজ দর্শকদের উপহার দিয়েছেন তিনি। কাজের জায়গাতে এগিয়ে গেলেও ব্যক্তিগত জীবনে এখনও অনেকটাই পিছিয়ে রয়েছেন অভিনেত্রী। তার সময়ের অনেকেই বিয়ে করে সংসারী হয়েছেন।
বাবা-মাও বনে গেছেন অনেকে। কিন্তু তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন। অবশেষে নতুন বছরের শুরুতেই বিয়ে নিয়ে মুখ খুলেছেন সাফা। পাশাপাশি জানালেন, শুধু নাটক নয়, সিনেমাতেও কাজ করতে চান অভিনেত্রী।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে এ প্রসঙ্গে সাফা বলেন, আমার বিয়ে নিয়ে সবাই এত এত চিন্তিত মনে হচ্ছে, এ বছরই বিয়েটা করে ফেলা উচিত, হাহাহা।
তিনি আরও বলেন, আমি সব সময় মনে করি, গল্পই হচ্ছে আসল হিরো। তাই নতুন বছরে আরও গল্পপ্রধান কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চাই। এ ছাড়া দেশে এখন অনেক ভালো সিনেমা হচ্ছে। আমি নিজেও অপেক্ষায় আছি সিনেমায় কাজ করার জন্য। ভালো ভালো সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসতে চাই।
প্রসঙ্গত, আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ দিযে শোবিজে পথ চলা শুরু সাফার। এরপর বেশ কয়েকটি বিজ্ঞাপন করে দর্শকদের মনে জায়গা করে নেন অভিনেত্রী। পরবর্তীতে ‘অল টাইম দৌড়ের উপর’টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন সাফা।
এসএস
বছরের প্রথম দিনই বিয়ে নিয়ে মুখ খুললেন সাফা কবির
01-01-2025 09:25PM