দর্শনায় অবৈধভাবে সার মজুত করায় লাখ টাকা জরিমানা

  02-01-2025 11:40PM

পিএনএস ডেস্ক: চুয়াডাঙ্গার দর্শনায় অবৈধভাবে সার মজুতের অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে মজুতকৃত সার। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে দর্শনা বাসস্ট্যান্ড বাজারে ওই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বাসস্ট্যান্ড বাজারে মেসার্স আমিরুল ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুতকৃত টিএসপি ৩৩০ বস্তা, ডিএপি ২৪৯ বস্তা, ইউরিয়া ৩৭৩ বস্তা এবং এমওপি ৫৮ বস্তা জব্দ করা হয়। ওই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আমিরুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ প্রমুখ।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন