পিএনএস ডেস্ক: নাসির উদ্দীন খোন্দকারকে আহ্বায়ক ও নঈম উল্লাহ চৌধুরী বরাতকে সদস্য সচিব করে ফেনী জেলা যুবদলের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন দেন।
পরে কেন্দ্রীয় সহদফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বেলাল হোসেন প্রকাশ ভিপি বেলালকে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হয়েছেন আমজাদ হোসেন সুমন ও সালাউদ্দীন মামুন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত এ আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।
পিএনএস/আনোয়ার
ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
06-02-2025 09:30AM