নির্বাচিত সরকারের বিকল্প নেই: গয়েশ্বর

  08-02-2025 12:12AM

পিএনএস ডেস্ক: রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বুলডোজার কর্মসূচির খবর কেন সরকারকে জানায়নি? শেখ হাসিনা উসকানিমূলক কথা বললেও তাতে গুরুত্ব দেওয়া ঠিক হবে না। জনগণ আইন হাতে তুলে নিতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন, যারা এমন কাজ করেছে তাদের বিচার করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই সরকার গঠিত হয়েছে। এ সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্পভাবে দেখা যায়। সরকার সংস্কার নিয়ে ব্যস্ত, কিন্তু সংস্কারের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন