১১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী জনসভা করবে বিএনপি

  08-02-2025 06:50PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে তারা ১০ দিনে ৬৪ জেলায় জনসভা করবে। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ তথ্য জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাকে আইনের আওতায় না আনতে পারা সরকারের ব্যর্থতা।

রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপি সরকারকে সফল দেখতে চায়, তবে এই সরকার সফল হতে চায় কিনা সেটা তাদেরই ভাবতে হবে। 

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সাবেক পুলিশ প্রধান (আইজিপি) বেনজির আহমেদ এখনও ফ্যাসিস্টের পক্ষের পুলিশ সদস্যদের নিয়ে ষড়যন্ত্র করছে, যা জাতির জন্য মঙ্গলজনক নয়। 

এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা ফ্যাসিস্টদের সহযোগীদের চিহ্নিত করারও দাবি জানান তিনি।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন