পিএনএস (খান রিয়াজ): ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা
সন্ধ্যা হলেই শহরে নেমে আসে ঘোর অন্ধকার।
আমরা কি মাসের পর মাস বছরের পর বছর এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?
এই শূন্য ঘরে, এই নির্বাসনে
কতোদিন, আর কতোদিন!
কেউ ডাক শোনে না, কেউ ফিরে তাকায় না
শুন্য ঘরে ভাঙা চেয়ারে একা বসে আছি।
এ কী শাস্তি আমাদের দিচ্ছো, হে আল্লাহ
এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা!
মসজিদগুলো বন্ধ হয়ে ঘরগুলো হয়ে গেছে মসজিদ!
বিশ্ব মন্দা তথা দুর্ভিক্ষ দেখা দিয়েছে!
টিভি ছাড়লেই মৃত্যুর মিছিলের স্ংবাদ!
কফীনের কাছে কেউ আসে না!
সামাজিক দুরত্ব বজায় রেখে দুই-চারজন শেষ বিদায় জানায়, তাও আবার পুলিশ ভাইয়েরা!
করোনার ভয়ে মানুষ আজ দ্বিগবিদ্বিগ।
তারপরেও মানুষ বাঁচতে চায়, আমিও বাঁচতে চাই।
পিএনএস/হাফিজ
কোভিড-১৯
20-05-2020 12:04AM