পিএনএস ডেস্ক : অভিজ্ঞ মুশফিকুর রহিম নিজেও হয়তো বুঝে উঠতে পারেননি কী করেছেন তিনি। অদ্ভুতভাবে আউট হলেন এ টাইগার ব্যাটার। যা ক্রিকেট ইতিহাসেই বিরল। নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ব্যাটিংয়ের সময়ে হাত দিয়ে বল আটকিয়ে অঘটনের জন্ম দেন তিনি।
নিউজিল্যান্ডের আবেদনের প্রেক্ষিতে আউট দেওয়া হয় মুশফিককে। এই ধরনের আউটকে ক্রিকেটে বলা হয় ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’। মুশফিকের এমন অদ্ভুত আউটের ভিডিও, ছবি ইতোমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল।
বাংলাদেশি সমর্থকদের পাশাপাশি বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীরাও মুশফিকের এমন কাণ্ডে বিস্মিত। টাইগার এই ক্রিকেটারের এমন অদ্ভুত আউট নিয়ে পোস্ট করেছে কলকাতা পুলিশ। সচেতনতার অংশ হিসেবে মুশফিকের সেই আউটের ছবি পোস্ট করে তারা।
বুধবার (০৬ ডিসেম্বর) কলকাতা পুলিশ নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিকের সেই আউটের ছবির সঙ্গে লেখেন, লিঙ্ক হউক বা বল, ছুঁলেই গ্যাঁড়াকল। মূলত, অপ্রয়োজনীয় লিঙ্কে প্রবেশকে নিরুৎসাহিত করেছে পুলিশ। কারণ এতে ফেসবুক আইডিসহ নানা ধরণের বিপাকে পড়তে পারে সাধারণ মানুষ।
পিএনএস/এএ
মুশফিকের 'বিরল' আউট নিয়ে কলকাতা পুলিশের মজার পোস্ট
06-12-2023 05:48PM