সেমিফাইনাল নিশ্চিত করতে ইংলিশ ব্যাটারকে দলে নিলো রংপুর

  03-02-2025 10:29AM


পিএনএস ডেস্ক: চলমান বিপিএলে টানা আট জয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। কিন্তু পরের চার ম্যাচ হেরে তিনে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে বসুন্ধরা গ্রুপের দলটি। তবে প্লে-অফে জিততে মরিয়া দলটি। তাই প্লে-অফের আগে অনেরিন ডোনাল্ডকে দলে ভিড়িয়েছে রংপুর।

রোববার (২ ফেব্রুয়ারি) ডোনাল্ডের কাউন্টি দল ডার্বিশায়ার নিজেদের সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছে তার বাংলাদেশে আসার খবর। যদিও বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স এখন পর্যন্ত সে সম্পর্কে কোনো বার্তা দেয়নি।

ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার না হলেও ইংলিশ কাউন্টি ক্রিকেটে পরিচিত মুখ এই ২৮ বছর বয়সী ক্রিকেটার। মিডল অর্ডারে ব্যাট হাতে ঝড় তুলতে অভ্যস্ত এই ব্যাটার। রংপুর রাইডার্স একেবারে শেষ সময়ে এসে এমন এক ব্যাটারকে দলে ভিড়িয়ে নিজেদের ব্যাটিং অর্ডারে কিছুটা অন্তত স্বস্তি পেতে পারে।

বিশেষ করে পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ চলে যাওয়ার পর ডোনাল্ডের সংযুক্তি নিশ্চিতভাবেই বড় প্রাপ্তি তাদের জন্য। কারণ, তার নামের পাশে ৮ ফিফটি আর ১৪৪ এর বেশি স্ট্রাইকরেট দেখে কিছুটা সমীহ করতেই হবে প্রতিপক্ষকে।

ডোনাল্ডের এখন পর্যন্ত জাতীয় দলে অভিষেক না হলেও খেলে ফেলেছেন ৭৮টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ। ৭৩ ইনিংসে ব্যাট হাতে নেমে করেছেন ১ হাজার ৩৪০ রান। আছে ৮ ফিফটি। ব্যাট চালিয়েছেন ১৪৪.৭০ স্ট্রাইকরেটে।

উল্লেখ্য, আজ (সোমবার) এলিমিনেটর পর্বে খুলনার বিপক্ষে মাঠে নামবে রংপুর। ডোনাল্ড ছাড়াও এই ম্যাচের আগে রংপুর শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে সুনীল নারিন ও আন্দ্রে রাসেল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন