গলার সমস্যা নিয়ে থাইল্যান্ড গেলেন শান্ত

  25-07-2024 09:52PM

পিএনএস ডেস্ক: গলার সমস্যা নিয়ে থাইল্যান্ড গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যে কারণে পাকিস্তান সিরিজের আগে আজ চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারেননি তিনি।

শান্তর থাইল্যান্ড যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি জানিয়েছেন, শান্তর সমস্যা তেমন জটিল কিছু না। গলার সামান্য সমস্যা অনুভব করছিলেন তিনি। যে কারণেই মূলত এই সফর। খেলা সংক্রান্ত কোনো চোট নয় এটি। ব্যক্তিগত সফর হিসেবেই থাইল্যান্ড গেছেন শান্ত।

আগামী আগস্টে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যে অনুশীলনের জন্য আজ চট্টগ্রামে গেছেন লিটন দাস, হাসান মাহমুদ, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তানজিম হাসান, তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন ও জাকের আলী।

পাকিস্তান সফরের এই দুই টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে হবে। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।

এছাড়া আগামী ৬ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন