পিএনএস ডেস্ক: ইনজুরি সময়ে মিরাজুল ইসলামের দুর্দান্ত ফ্রি-কিকে করা গোলে নেপালের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ। আজ (বুধবার) নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের মুখোমুখি হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
প্রথমার্ধে স্বাগতিক নেপাল প্রাধান্য নিয়ে খেললেও ফরোয়ার্ডদের ব্যর্থতা ও বাংলাদেশ গোলরক্ষকের দৃঢ়তায় লিড নিতে পারেনি।
বিরতির বাঁশির কিছু সময় আগে বক্সের বাইরে ফ্রি-কিক পায় বাংলাদেশ। মিরাজুল ইসলাম বল নিয়ে ঢোকার সময় তাকে ফেলা দেওয়া হয়েছিল। মিরাজুলের নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক পোস্টে লেগে জড়িয়ে যায় নেপালের জালে।
মোহাম্মদ আসিফ, আশরাফুল হক আসিফ, শাকিল আহাদ তপু, আসাদুল ইসলাম সাকিব, রাব্বি হোসেন রাহুল, পিয়াশ আহমেদ নোভা, মিরাজুল ইসলাম, আসাদুল মোল্লা, রাজিব হোসেন, ইফতিয়ার হোসেন ও রুস্তম আসলাম দুখুমিয়া।
পিএনএস/রাশেদুল আলম
নেপালের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ
28-08-2024 04:28PM