পিএনএস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ। এর মধ্য দিয়ে দীর্ঘ ৮ মাস পর ওয়ানডে ফরম্যাটে খেলতে নামছে টাইগাররা। সম্ভাব্য সেরা দল নিয়েই আফগানদের মুখোমুখি লাল-সবুজরা।
বুধবার (৬ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে প্রথম ওয়ানডে। এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।
ওয়ানডে ফরম্যাট বাংলাদেশের প্রিয় হলেও প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান সবসময়ই কঠিন। আফগানদের বিপক্ষে ১৬ ম্যাচ খেলে ১০টিতে জিতলেও ৬টিতে হেরেছে টাইগাররা। ফলে নির্ভার থাকার কোনো উপায় নেই।
সাকিব আল হাসানকে না পাওয়া, লিটন দাসের ইনজুরি, নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়তে চাওয়া, নাহিদ রানা এবং নাসুম আহমেদের ভিসা জটিলতা বাংলাদেশ দলের আত্মবিশ্বাসে কিছুটা হলেও নেতিবাচক প্রভাব ফেলবে ফেলবে।
দলের টপ অর্ডারে খেলবেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে সাজানো মিডল অর্ডার বেশ শক্তিশালী বলা যায়।
শেষদিকে ঝড় তুলতে আছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। বোলার হিসেবে মিরাজ ও রিশাদের সঙ্গে আক্রমণে থাকবেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
পিএনএস/এএ
টস হেরে আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
06-11-2024 03:57PM