পিএনএস ডেস্ক: বিপিএলের তৃতীয় দিনের খেলা মাঠে গড়াচ্ছে আজ (২ জানুয়ারি)। টানা দুইদিন ম্যাচের পর একদিন বিরতি ছিল গতকাল (বুধবার)। বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ক্যাপিটালস।
বিপিএলের এবারের আসরে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতে জয়ে ফিরতে চাইবে দুই দলই। এইদিকে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস।
দুই দলের একাদশ
ঢাকা ক্যাপিটালস একাদশ- স্টিফেন এসকিনাজি, তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), থিসারা পেরেরা (অধিনায়ক), শাহাদাত হোসেন দিপু, শুভাম রাঞ্জানে, মুস্তাফিজুর রহমান, চাতুরাঙ্গা ডি সিলভা, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু এবং আলাউদ্দিন বাবু।
দূর্বার রাজশাহী একাদশ- মোহাম্মদ হারিস, জিসান আলম, এনামুল হক বিজয় (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইয়াসির আলী রাব্বি, রায়ান বার্ল, আকবর আলী, সাব্বির হোসেন, হাসান মুরাদ, মোহর শেখ, শফিউল ইসলাম এবং তাসকিন আহমেদ।
পিএনএস /আনোয়ার
টস জিতে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস
02-01-2025 01:53PM