পিএনএস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করেন বাংলাদেশের ব্যাটাররা। ফলে ৯২ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে যায় আফগানরা। তাই দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের কাছে এখন সিরিজ বাঁচানোর লড়াই। সিরিজ বাঁচাতে হলে আজকের ম্যাচটি অবশ্যই জিততে হবে বাংলাদেশ দলকে। এমন সমীকরণে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শনিবার (৯ নেভেম্বর) শারজাহতে বাংলাদেশ সময় বিকেল ৪টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে।
সিরিজ বাঁচানোর ম্যাচে দু’টি পরিবর্তন এসেছে টাইগার একাদশে। চোটের কারণে মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় এই ম্যাচে অভিষেক হচ্ছে আরেক উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিকের। এছাড়া স্পিনার রিশাদ হোসেনের জায়গায় দলে ফিরেছেন আরেক স্পিনার নাসুম আহমেদ। এই সংস্করণে সর্বশেষ গত বছর বিশ্বকাপে খেলেছিলেন নাসুম।
এদিকে, প্রথম ম্যাচে জয়ের পর প্রত্যাশিতভাবেই অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে আফগানিস্তান। এই ম্যাচেও টাইগার ব্যাটারদের বড় পরীক্ষায় ফেলতে পারেন আফগান তরুণ স্পিনার গাজানফার।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদুউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আতাল, রহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ্ মোহাম্মদ গাজানফার, নানগেয়ালিয়া খারোটে ও ফজলহক ফারুকি।
এসএস
সিরিজ রক্ষার ম্যাচে ব্যাটিংয়ে টাইগাররা
09-11-2024 04:35PM