চমক রেখে শ্রীলঙ্কা সফরে বিসিবির দল ঘোষণা

  19-11-2024 06:59PM

পিএনএস ডেস্ক: গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর দেশের ক্রিকেটের পাইপলাইন শক্ত করতে মনোযোগ দিয়েছে বিসিবি। যার অংশ হিসেবে অনূর্ধ্ব-১৯, এইচপি এবং বাংলা টাইগার্সকে নিয়ে একাধিক টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল।

চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ দলের ক্রিকেটাররা। এই সফরে দলের কোচ হিসেবে থাকছেন তুষার ইমরান। এই সফরকে সামনে রেখে আজ (মঙ্গলবার) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

আগামী ২১ নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে অনূর্ধ্ব-১৭ দল। এই সফরে লঙ্কানদের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

আগামী ২৪ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে এই সফর। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৬ এবং ২৮ নভেম্বর। এরপর ১ ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম তিন দিনের ম্যাচ, পরের দুটি ম্যাচ ৬ এবং ৮ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের স্কোয়াড: ফেরদৌস কবির, আব্দুল্লাহ আল মুহি, হৃদয় হোসাইন, ফারহান সাদিক, অদ্রিতো ঘোষ, আহসানুল হক মাহিম, রাকিবুল হোসেন, রাকিব খান, মেহেনুজ্জামান মাহবির, আতিকুর রহমান আশিক, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইসমাম চৌধুরী, ইমরান হোসাইন, আল রাফি এবং সৌরভ কর্মকার।

স্ট্যান্ডবাই: আহসানুল মুমিন, মুবাসির ইসলাম, ফাইয়াজ রহমান এবং কাউসার আহমেদ।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন