পিএনএস ডেস্ক: চলতি বছর কোপা আমেরিকা জয়ের পর অবসরের ঘোষণা দেন আর্জেন্টাইন তারকা ফুটবলার ডি মারিয়া। বর্তমানে তিনি খেলছেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়। সেই সঙ্গে নিজের নতুন মিশনের প্রস্তুতি নিচ্ছেন ডি মারিয়া।
খেলোয়াড়ি জীবন পুরোপুরি শেষ করে কোচ হতে চান এই বিশ্বকাপজয়ী ফুটবলার। তাই কোচ হওয়ার জন্য পড়াশোনা শুরু করেছেন ডি মারিয়া। গতকাল (সোমবার) ক্লাঙ্ক মিডিয়ার এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি।
ডি মারিয়া বলেন, আমি কোচ হওয়ার জন্য কোর্স করছি। যদি সুযোগ আসে, সেজন্য করছি। ৩০ বছর বয়স থেকে আমি ফুটবলকে আলাদাভাবে দেখতে শুরু করেছিলাম এবং বিশ্লেষণ করতাম।
তিনি আরও বলেন, আমি শুধু খেলোয়াড়ের দিক থেকে নয়, কোচ কেমন চোখে দেখে সেটাও ভাবতে শুরু করেছিলাম। আমি জানি যে, কোচিং করা অনেক বেশি কঠিন কারণ এটা অনেক বেশি সময় নেয়। একজন খেলোয়াড় হিসেবে আপনি শুধু অনুশীলন করবেন, তারপর বাড়ি যাবেন।
গত ৬ আগস্ট আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় ডি মারিয়াকে। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে তাকে বিদায়ী সংবর্ধনা জানায় আর্জেন্টাইনরা।
এসএস
নতুন মিশনের জন্য পড়াশোনা শুরু করেছেন ডি মারিয়া
19-11-2024 07:40PM