১০ উইকেটের বড় জয় বাংলা টাইগার্সদের

  26-11-2024 10:32PM

পিএনএস ডেস্ক: আবুধাবি টি-টেন লিগের প্রথম দুই ম্যাচ হেরে বিপাকে পড়েছিল বাংলা টাইগার্স। তবে পরের দুই ম্যাচে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। নিজেদের চতুর্থ ম্যাচে নর্দান ওয়ারিয়র্সকে ১০ উইকেটের ব্যবধানে হরিয়েছে বাংলা টাইগার্স।

মঙ্গলবার (২৬ নভেম্বর) টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সাকিব। ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সকে ১০৮ রানের লক্ষ্য দেয় নর্দান ওয়ারিয়র্স। জবাব দিতে নেমে ১০ উইকেট এবং ১৩ বল হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলা টাইগার্স।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে এদিনে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন বাংলা টাইগার্সের দুই ওপেনার হয়হয় জাজাই এবং আহমেদ শেহজাদ। ২৪ বলে ফিফটি তুলে নেন শেহজাদ।

অপর প্রান্তে অষ্টম ওভারে পঞ্চম বলে বাউন্ডারি মেরে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি ২৩ বলে ফিফটি তুলে নেন জাজাই। এতে ১৩ বল এবং ১০ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলা টাইগার্স।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নর্দান ওয়ারিয়র্সের। ৯ বলে ১২ রান করে ফেরেন ওপেনার ব্রান্ডন কিংস। ১১ বলে ১৮ রান করে তাকে সঙ্গ দেন জনসন চালর্স। এরপর রাদারফোর্ড (৭), আজমতুল্লাহ ওমারজাই (৪) এবং জিয়ারউর রহমান ৪ রানে আউট হলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন কলিং মুনরো।

২১ বলে ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত মুনরোর অপরাজিত ৫৯ রানে ভর করে ১০৭ রানের বড় পুঁজি পায় নর্দান ওয়ারিয়র্স। বাংলা টাইগার্সের হয়ে রশিদ খান ও ইফতেখার আহমেদ দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও এক উইকেট নেন ডেভিড পেইন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন