ব্যর্থতার ধারাবাহিকতায় ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

  10-12-2024 09:33PM

পিএনএস ডেস্ক: প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার ও লিটন দাস। ব্যর্থতার সেই ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও ধরে রেখেছেন এই দুই টাইগার ব্যাটার। তাদের সঙ্গে ব্যর্থ হয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাদের বিদায়ে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। ব্যাট করতে নেমে সাবলীল ব্যাটিং করতে থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম।

তবে দলীয় ২৬ রানে ৫ বলে ২ রান করে আউট হন সৌম্য। তার বিদায়ের পর ক্রিজে আসা লিটন দাসকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান তানজিদ তামিম। তবে অপর প্রান্তে ধুঁকতে থাকেন লিটন।

দলীয় ৪১ রানে ১৯ বলে ৪ রান করে আউট হন লিটন। তার বিদায়ে পর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৫ বলে মাত্র ১ রান করে আউট হন তিনি। এতে চাপে পড়ে বাংলাদেশ।

মিরাজের পর সাজঘরের পথ ধরেন ভালো ব্যাটিং করতে থাকা তানজিদ তামিম। ৩৩ বলে ৪৬ রান করে আউট হন তিন। ১১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন