পিএনএস ডেস্ক: জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুরের মুখোমুখি হয়েছিল খুলনা। এই ম্যাচে দায়িত্ব ব্যাটিংয়ের পর কিপিংয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে খুলনাকে ১ রানের জয় এনে দিয়েছেন নুরুল হাসান সোহান।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আগে ব্যাট করে রংপুরকে ১৩১ রানের লক্ষ্য দিয়েছিল খুলনা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে পারে সোহাগ গাজীর দল। এতে ১ রানের জয় পায় সোহানের খুলনা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুর। মাত্র ১ রান করে আউট হন ওপেনার ইফতেখার হোসেন। এরপর ফজলে রাব্বি (১০), মঈনুল ইসলাম (১), আহরার আমিন পিয়াল (৫) এবং সোহাগ গাজী ৭ রানে আউট হলে দলীয় ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল রংপুর।
তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ওপেনার আব্দুল মাজিদ। দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন মঈন খান। কিন্তু ফিফটি পূরণের পর পিচে থাকতে পারেননি মাজিদ। এতে ছন্দ হারায় রংপুর।
এই সুযোগ কাজে লাগিয়ে কামরুল ইসলামকে ৫ রানে এবং তানভীরকে রান আউট করে খুলনাকে খেলায় ফেরান উইকেটরক্ষক সোহান। শেষ বলে রংপুরের দরকার ছিল ৩ রান। মেহেদী রানা ওয়াইট দিলে বিপাকে পড়ে খুলনা। কিন্তু শেষ বলে ব্যাট লাগাতে না পারলেও রান নেওয়ার চেষ্টা করেন রুয়েল মিয়াহ। উইকেটের পিছনে থাকা সোহান রান আউট উদ্দেশ্যে বল ছোড়েন, কিন্তু প্রথমে ব্যাটিং ক্রিজের স্ট্যাম্প মিস হলেও বোলিং ক্রিজের স্ট্যাম্পে গিয়ে লাগে। এতে ১ রানের জয় পায় খুলনা।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ১৩০ রানের পুঁজি পায় খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংসে খেলেছিলেন নুরুল হাসান সোহান। এ ছাড়াও এনামুল হক বিজয় করেছিলেন ২৪ রান।
পিএনএস/আনোয়ার
সোহানের দুর্দান্ত কিপিংয়ে ১ রানের জয় পেল খুলনা
12-12-2024 01:48PM