পিএনএস ডেস্ক: ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর ঘরোয়া ক্রিকেটে খেললেও, লাল সবুজের জার্সিতে তাকে আর দেখা যায়নি। একইভাবে জটিলতায় পড়েছেন সাকিব আল হাসানও। সম্প্রতি বোলিং অ্যাকশনে ত্রুটির প্রমাণ পাওয়ায় ‘বোলার সাকিব’ও আন্তর্জাতিক এবং ঘরোয়া প্রতিযোগিতায় নিষিদ্ধ। এদিকে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে সাকিব-তামিম থাকবেন কি না তা নিয়ে ঘুরছে নানা প্রশ্ন।
সাকিব-তামিমের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে আজ (শনিবার) মিরপুরে গণমাধ্যমের সামনে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির বোর্ড সভা শেষে তিনি বলেছেন, ‘সাকিবের ইস্যুটা তো পুরোপুরি আলাদা ব্যাপার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। তার ব্যাপারে কোনো আপডেট নেই। বিপিএল খেলবে কি না সেটাও সেই জানাবে।’ তবে অবসর না নেওয়ায় এই অলরাউন্ডারও চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় থাকবেন বলে জানান বিসিবি সভাপতি।
এরপর তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে ফারুক বললেন, ‘তামিমের ব্যাপারে বলব নির্বাচকরা যা বলেছেন সেই প্রক্রিয়াতেই আছি। কারণ কোনো ক্রিকেটার যদি অবসর না নেয়, তখন বিসিবি চাইলে বা উপযুক্ত মনে করলে তাদের দলে যুক্ত করতে পারবে। এটা নির্ভর করছে টিম সিলেক্টরদের ওপর। আমি আগেও বলেছি যে, কেউ অবসর না নিলে সে খেলার জন্য অবশ্যই এভেইলেবল।’
এর আগে ১৬ ডিসেম্বর গণমাধ্যমে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, ‘সাকিবের ব্যাপারে কোনো আপডেট নেই। এটা বোর্ডের ওপর নির্ভর করে। তামিম ইকবাল খেলা শুরু করেছেন। দেশের ক্রিকেটে এটা একটি আশার আলো। আরও কিছুটা সময় গেলে আমরা হয়তো অবহিত হতে পারব যে তামিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে কি না। এই মুহূর্তে তো বলা মুশকিল। তামিমের ইস্যুটা অনেকদিন ধরে চলছে। কেউ যদি নিজেকে সরিয়ে রাখে তাহলে তো কিছু করার নেই। তবে আগে ক্রিকেট বোর্ড এক রকম ছিল। এখন আরেকরকম। নতুন বোর্ডের অধীনে তো একটা আশার আলো দেখাই যাচ্ছে যে, তামিম মাঠে ফিরছে। এখন তার সঙ্গে আলাপ করার একটা অবস্থা আছে, রাস্তা আছে সমাধানেরও। আশাকরি বোর্ড ও সিলেকশন প্যানেল বসবে তামিমের সঙ্গে।’
প্রসঙ্গত, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেলে প্রথম আয়োজক পাকিস্তানের সঙ্গে আরেকটি দেশ ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে আয়োজন করবে। সেটি এখনও চূড়ান্ত না হওয়ায় এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেনি আইসিসি ও আয়োজকরা।
এসএস
সাকিব-তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বলছে বিসিবি
21-12-2024 08:06PM