পিএনএস ডেস্ক: বিজয় দিবস হকিতে ফেবারিট ছিল বাংলাদেশ নৌবাহিনী। জাতীয় দলের ৯ খেলোয়াড় নিয়ে সেই ফেবারিট নৌবাহিনীই ফাইনালে আজ হেরে গেছে বাংলাদেশ বিমানবাহিনীর কাছে।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিমানবাহিনী জিতেছে ৫-৪ গোলে। এই প্রথম দেশের হকির সর্বোচ্চ পর্যায়ের কোনো প্রতিযোগিতার শিরোপা গেল বিমানবাহিনীর ঘরে।
বিমানবাহিনীর জয়ের নায়ক রাকিবুল হাসান হ্যাটট্রিক করেছেন। তাঁর হ্যাটট্রিকের সঙ্গে মেহরাব হোসেন সামিন, ওবায়দুল হোসেন জয়ের গোলে জয় নিশ্চিত হয় বিমানবাহিনীর।
নৌবাহিনীর পক্ষে আশরাফুল ইসলাম, মাঈনুল হোসেন কৌশিক, ফরহাদ আহমেদ শিতুল ও রাসেল মাহমুদ জিমি করেছেন একটি করে গোল।
শুরুতে রাকিবুলের গোলে এগিয়ে যায় বিমানবাহিনী। সেটি চতুর্থ মিনিটের কথা। ১১ মিনিটে স্কোরলাইন ২-০ করেন ওবায়দুল হোসেন জয়। রাকিবুলের প্রথম গোলের মূল কারিগর ছিলেন এই ওবায়দুলই। ১৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নৌবাহিনীকে ম্যাচে ফেরান ড্র্যাগ ফ্লিক বিশেষজ্ঞ আশরাফুল। তিনি ১১ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও। প্রথমার্ধে বিমানবাহিনী এগিয়ে ছিল ২-১ গোলে।
৩১তম মিনিটে বিমানবাহিনীকে ৩-১ গোলে এগিয়ে নেন মেহরাব হোসেন সামিন। তবে নৌবাহিনী এর পরও হাল ছেড়ে দেয়নি। ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে ৩৭ ও ৪৭ মিনিটে পরপর দুই গোল করে স্কোরলাইন ৩-৩ করে ফেলে তারা। প্রথম গোলটি মাঈনুল ইসলাম কৌশিক ও দ্বিতীয়টি ফরহাদ আহমেদ শিতুলের। ৪৯ মিনিটে রাকিবুল আবারও এগিয়ে দেন বিমানবাহিনীকে (৪-৩)।
৫১ মিনিটে ফরাহাদ আহমেদ বিমানবাহিনীর তাসিন আলীকে বল ছাড়া স্টিক দিয়ে আঘাত করে লাল কার্ড দেখে নৌবাহিনীর জন্য বিপর্যয় ডেকে আনেন। ৫৭ মিনিটে রাকিবুল হ্যাটট্রিক পূর্ণ করলে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বিমানবাহিনী। রাসেল মাহমুদ জিমি খেলার একেবারে শেষ মিনিটে একটি গোল করলেও (৫-৪) সেটি যথেষ্ট হয়নি নৌবাহিনীর জন্য।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিমানবাহিনীর সোহানুর রহমান।
এসএস
প্রথমবারের মতো শিরোপা বিমানবাহিনীর
30-12-2024 08:55PM