পিএনএস ডেস্ক: সতীর্থরা একের পর এক আউট হলেও, একপ্রান্ত ধরে রেখে অসাধারণ ব্যাটিং করছিলেন ইয়াসাভি জসওয়াল। তার ব্যাটেই টিকে ছিল ভারতের ম্যাচ বাঁচানোর আশা। তবে মেলবোর্ন টেস্টে প্যাট কামিন্সের বলে ৮৪ রানের ইনিংসে থেমে যায় জসওয়ালের যাত্রা। আর এই আউট নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। মাঠের আম্পায়ার আউট দেননি, কিন্তু তৃতীয় আম্পায়ার শরফুদৌল্লা সৈকত সিদ্ধান্ত বদলে আউটের ঘোষণা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
ঘটনাটি ঘটে ম্যাচের ৭১তম ওভারে। কামিন্সের একটি বাউন্সারে শট মারতে গিয়ে বল চলে যায় কিপারের হাতে। অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের দাবি, বল জসওয়ালের গ্লাভসে লেগে কিপারের কাছে পৌঁছেছে। মাঠের আম্পায়ার আউট না দিলে কামিন্স রিভিউ নেন।
রিভিউতে দেখা যায়, বল জসওয়ালের গ্লাভসে লেগে দিক পরিবর্তন করেছে। তবে স্নিকোমিটারে এর কোনো প্রমাণ দেখা যায়নি। বড় পর্দায় বারবার সেই দৃশ্য দেখানো হলেও স্নিকোমিটার ছিল একেবারে নিস্তব্ধ। তাই অনেকেই ভেবেছিলেন, তৃতীয় আম্পায়ার সৈকত হয়তো মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখবেন।
কিন্তু সৈকত বলের গ্লাভসে লাগার বিষয়টি খালি চোখে দেখেই নিশ্চিত হন এবং মাঠের আম্পায়ারকে সিদ্ধান্ত বদলাতে বলেন। তার নির্দেশে জসওয়ালকে আউট ঘোষণা করেন মাঠের আম্পায়ার।
এই সিদ্ধান্তে অবাক হন জসওয়াল। আম্পায়ারদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে অসন্তোষ প্রকাশ করেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। ভারতীয় সমর্থকরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তৃতীয় আম্পায়ার সৈকতের কঠোর সমালোচনা করছেন তারা। স্নিকোমিটারে কোনো প্রমাণ না থাকার পরও তিনি কীভাবে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয়রা।
এসএস
সঠিক সিদ্ধান্ত দিয়েও ভারতীয়দের রোষানলে বাংলাদেশি আম্পায়ার
30-12-2024 09:40PM