পিএনএস ডেস্ক: দুই ওপেনার লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিমের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রেকর্ড রানের ইতিহাস গড়েছে এবারের আসরের নতুন দল ঢাকা ক্যাপিটালস।
রোববার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ইতিহাসের নতুন করে রেকর্ড গড়তে গিয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে র বিপক্ষে ১ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করে।
এই ম্যাচে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা না পাওয়া লিটন দাস লিটন দাস মাত্র ৪৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিপিএল ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড গড়েছেন। তিনি ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন এবং তার সঙ্গে তানজিদ হাসান তামিমও দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেন। তামিম ৬২ বলে সেঞ্চুরি করেন, শেষ পর্যন্ত ৬৪ বলে ১০৮ রানে আউট হন। তাদের জুটিতে ঢাকা ক্যাপিটালস ২০ ওভার শেষে এক উইকেট হারিয়ে ২৫৪ রান সংগ্রহ করে।
এর আগে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড ছিল রংপুর রাইডার্সের দখলে। ২০১৯ আসরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে ৪ উইকেটে ২৩৯ রান করেছেলি রংপুর। যা এতোদিন বিপিএলে সর্বোচ্চ সংগ্রহ ছিল।
এসএস
বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড, লিটন-তানজিদের সেঞ্চুরি
12-01-2025 08:35PM