ভারত–ইংল্যান্ডের আরও একটি একপেশে ম্যাচ

  06-02-2025 09:36PM

পিএনএস ডেস্ক: রোমাঞ্চ বলতে কিছু নেই। ইংল্যান্ডকে হারানোর পথে শুবমান গিল সেঞ্চুরি পাবেন কি না, সেটি নিয়েই একটু যা ভক্তদের দুশ্চিন্তায় থাকতে হয়েছে। তবে শেষ পর্যন্ত সেঞ্চুরিটি হয়নি, দ্রুত খেলা শেষ করতে গিয়ে গিল আউট হয়েছেন ৮৭ রানে। নিজেরও স্বার্থও অবশ্য এখানে জড়িত ছিল।

দল জয় থেকে যখন ১৪ রান দূরে, তখন সেঞ্চুরি করতে গিলের দরকার ছিল ১৩। সে কারণেই তো সাকিব মাহমুদের শর্ট বলে মিডউইকেট দিয়ে উড়িয়ে মারতে গেলেন। এ ছাড়া পুরো ম্যাচই ছিল ম্যাড়মেড়ে। নাগপুরে ইংল্যান্ডের তোলা ২৪৮ রান ভারত তাড়া করেছে ৩৮.৪ ওভারে। এই জয়ে ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। এর আগে টি-টোয়েন্টি সিরিজ একপেশেভাবে জিতেছিল ভারত।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন