ধর্ষণবিরোধী সমাবেশে যুবলীগ নেতাকে গণপিটুনি

  10-03-2025 01:48AM

পিএনএস ডেস্ক: ঠাকুরগাঁও আদালত চত্বরে যুবলীগের নেতা জাহাঙ্গীর আলমকে পেয়ে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। রোববার (৯ মার্চ) ঠাকুরগাঁও আদালত চত্বরে ধর্ষণের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের প্রতিবাদে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীরা তাকে চিনে ফেলেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।

জাহাঙ্গীর যুবলীগের একজন সক্রিয় সদস্য ও ঠাকুরগাঁও সদর উপজেলা পুলিশ লাইনস ১ নম্বর ওয়ার্ডের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

শিক্ষার্থীরা জানান, ৪ আগস্ট ফ্যাসিটদের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় রামদা হাতে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান জাহাঙ্গীর। সে সময় হামলায় গুরুতর আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। কয়েক মাস পর ভোল পাল্টিয়ে জাহাঙ্গীর জনতার কাতারে আসার নাটক করছিলেন। রোববার শহরের চৌরাস্তায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সমাবেশে অংশ নেন যুবলীগ নেতা জাহাঙ্গীর।

আদালত চত্বরে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের সমাবেশে অংশ নেওয়া জাহাঙ্গীরকে শিক্ষার্থীরা চিনে ফেলে। পরে বিক্ষুব্ধ ছাত্ররা তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, জাহাঙ্গীরকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা দেখা হচ্ছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন