রোবটের হাতে খুন হলেন ৪০ বছর বয়সি পরিদর্শক

  09-11-2023 01:28PM



পিএনএস ডেস্ক: রোবট বিদ্রোহী হয়ে উঠছে কিংবা মানুষ হত্যায় মেতে উঠেছে —এ ধরনের ঘটনা কল্পবিজ্ঞান সাহিত্য ও সিনেমায় হরহামেশা দেখা যায়। কিন্তু বিজ্ঞানীদের বিশ্বাস ছিল, রোবট কখনো মানুষ হত্যা করবে না।

কারণ একে এভাবেই প্রোগ্রামিং করে তৈরি করা হয়। ভবিষ্যতে কী হবে সেটা বলা মুশকিল, তবে রাগ-ক্রোধের অনুভূতি এখনকার রোবটের অন্তত নেই।

সেই অনুভূতিহীন রোবটই যখন কাজে ব্যর্থ হয়ে মানুষ খুন করে ফেলে, সেটাকে অশণি সংকেত হিসেবেই ধরে নিতে হবে।

সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটিয়েছে দক্ষিণ কোরিয়ার এক রোবট। হত্যা করেছে প্রতিষ্ঠানের অন্যতম পরিদর্শককে। ৮ নভেম্বর কোরিয়ান বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে বিবিস।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার ডংগোজেওং এক্সপোর্ট অ্যাগ্রিকালচার কমপ্লেক্স কোম্পানিতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই কোম্পানির একজন রোবট পরিদর্শক।

নিহত পরিদর্শক কয়েকটা খাবারের বাক্স দেওয়া হয় রোবটকে। সেখান থেকে একটা নির্দিষ্ট একটা বাক্স আলাদা করতে বলা হয়।

রোবট বাক্সটি চিনতে ব্যর্থ হয়, তারপরই পরিদর্শককে কনভেয়ার বেল্টের সঙ্গে চেপে ধরে। তারপর লোকটার মুখ ‍ও বুক পিষে দেয়। লোকটাকে রোবটের হাত থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু এর পরই মারা যান ৪০ বছর বয়সী সেই পরিদর্শক।

ইয়োনহাপের বক্তব্য,ওই রোবটকে দায়িত্ব দেওয়া হয়েছিল অনেকগুলো বাক্স থেকে মরিচের বাক্সগুলি আলাদা করে ওপর আরেক পাশে পাতা বিছানার ওপর সাজিয়ে রাখতে। সেটা করত না পেরেই পরিদর্শকে হত্যা করে রোবটটি।

পুলিশ বলছে, রোবটির সেন্সর ত্রুটি ধরা পড়েছিল কয়েকদিন আগে। তাই রোবটির ট্রায়াল পরীক্ষা পিছিয়ে দেওয়া হয় দুদিন আগে। ৮ নভেম্বের যখন সবকিছু ঠিক আছে বলে মনে করেছিল কোম্পানিটি, তখনই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে, গত মার্চে আরেকজন কোরিয়ান শ্রমিক রোবটের ফাঁদে পড়ে গুরুতর যখম হন।

এই ঘটনাকে গুরুতর ও অশনি সংকেত হিসেবে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। রোবেটিক সিস্টেমকে আরও নিরাপদ ও নিখুঁত করে তোলার আহ্বানও জানিয়েছেন তাঁরা।

সূত্র: Man crushed to death by robot in South Korea/BBC


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন