নিখোঁজের ৬ দিনপর আশুলিয়ায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

  02-01-2025 11:36PM

পিএনএস ডেস্ক: ঢাকার আশুলিয়ায় বাংলাদেশ বেতার কেন্দ্রের বাউন্ডারির ভিতর থেকে নিখোঁজের ৬ দিনপর মাহামুদুর রহমান হৃদয় (১৮) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলের দিকে আশুলিয়ার কবিরপুর এলাকায় বাংলাদেশ বেতারের বাউন্ডারির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় জামালপুর জেলার ইসলামপুর থানার কুলকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি কাশিমপুরের মাধবপুর এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

নিহতের পরিবার জানান, গত ২৮ ডিসেম্বর বাংলাদেশ বেতারের ভিতরে খেলাধুলা করতে গিয়ে হৃদয় বাসায় ফিরে আসেনি। প্রায় ৬ দিন ধরে খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে কবিরপুর এলাকায় বাংলাদেশ বেতার কেন্দ্রের বাউন্ডারির ভেতর থেকে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করার পর মরদেহ কাদামাটি দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই) জসিম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন