যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট নয়: মানবাধিকার কমিশন

  06-09-2024 12:06AM

পিএনএস ডেস্ক: যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট বা শেয়ার করায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তাই সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের ফসল হিসেবে দেশ ক্রমে স্থিতিশীলতার দিকে অগ্রসর হচ্ছে। তবে এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার দৃশ্যমান হচ্ছে, যা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। পাশাপাশি জনমনে উদ্বেগ, বিদ্বেষ ও বিভ্রান্তি তৈরি করছে। বিভ্রান্তিকর তথ্যকে কেন্দ্র করে সহিংসতা, গণপিটুনির মতো অপ্রীতিকর ঘটনা ঘটছে, যা কোনোভাবেই কাম্য নয়।

কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা এবং কখনও কখনও ধর্মকে উপজীব্য করে বিশৃঙ্খলা সম্প্রতি সমাজে ভীতির কারণে পরিণত হচ্ছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে তাদের হেফাজতে থাকা একজন যুবককে পিটিয়ে আহত করার মতো ঘটনা গণমাধ্যমে এসেছে, যা আইনের পরিপন্থী এবং মানবাধিকারের লঙ্ঘন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই যুবককে গণপিটুনির ঘটনায় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত অভিযোগ গ্রহণ করেছে। এ বিষয়ে জননিরাপত্তা বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ঘটনাটি নিবিড় তদন্ত করে প্রকৃত অবস্থা সুস্পষ্ট করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না তা যাচাই করা এবং জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে আগামী ৮ অক্টোবরের মধ্যে কমিশনে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন