নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু হন: নুরুল হক

  08-01-2025 09:26PM

পিএনএস ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, গত ৫০ বছর নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু হয়েছে, কিন্তু ক্ষমতায় গিয়ে কেউ কথা রাখেনি। আজকে আমরা রাজনীতিবিদদের লুটপাট-দুর্নীতি নিয়ে কথা বলছি। একটা জবাবদিহিতামূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। এরই অংশ হিসেবে আজকে এ সরকার তিন মাসের জন্য নির্বাচন পরিচালনার সরকার নয়। এ সরকার দেশকে বর্তমান অবস্থা থেকে উত্তরণে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এনে দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

বুধবার বিকাল সাড়ে ৪টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান জেলা পরিষদ হলরুমে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন, যদি লুটপাট করার আশায় এমপি-মন্ত্রী হন, উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান হন- তাহলে কিন্তু এই পরিস্থিতির আর বদল হবে না। সেই জায়গা ছেড়ে আমাদের আহ্বান থাকবে একটি গণতন্ত্র সহনশীল বাংলাদেশ বিনির্মাণের। এখন সময় এসেছে সঠিক প্রার্থীকে ভোট দিয়ে আপনারা জাতীয় ও স্থানীয় নির্বাচনে বিজয়ী করুন।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জাহিদুর রহমান সভাপতিত্ব ও সংগঠনের প্রচার সম্পাদক ফারুক হোসেন সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য রাখেন- মাহফুজুর রহমান, শহিদুল ইসলাম সহিদ, তোফাজ্জল হোসাইন, মো. শহিদুল ইসলাম সৌরভ, আব্দুল হামিদ প্রমুখ।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন