পিএনএস ডেস্ক: বিশ্বজুড়ে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে আছে মেটার হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের মেসেঞ্জার হলো একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার, ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট মেসেজিং এবং ভয়েস-ওভার-আইপি পরিষেবা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পাঠ্য এবং ভয়েস বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে এবং ছবি, নথি, ব্যবহারকারীর অবস্থান এবং অন্যান্য শেয়ার করতে দেয়।
এবার ব্যবহারকালীদের জন্য নতুন ফিচার এনেছে মেটার অ্যাপটি। দরকারি চ্যাট খোঁজার পথ আরও সহজ হচ্ছে। প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট অ্যান্ড্রয়েট অথরিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অ্যান্ড্রয়েট অথরিটি জানিয়েছে, প্রতিনিয়ত কয়েকশ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। তবে ব্যবহারকারীরা যোগাযোগ হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে থাকে তবে প্রয়োজনীয় সময়ে দরকারি চ্যাট খুঁজে পেতে কষ্ট হয়ে যায়। তাই ব্যবহারকারীদের বিষয়টি চিন্তা করে নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, হোয়াটসঅ্যাপ কিছুদিন আগে চ্যাট ফিল্টার ফিচার চালু করেছিল। যা দিয়ে দ্রুত গ্রুপ, অপরিচিত এবং প্রিয় চ্যাটগুলোতে ফিল্টার করা যায়। এখন প্ল্যাটফর্মটি কাস্টম ফিল্টার চালু করেছে এবং ফিচারটির নামও পরিবর্তন করেছে। এর মাধ্যমে চ্যাটগুলো তালিকার করে কাস্টম করা যাবে। যেমন- প্রিয় ব্যক্তিদের নিয়ে একটি কাস্টম ফিল্টার, অফিসের কাজের জন্য প্রয়োজনীয় ব্যক্তিদের নিয়ে অথবা গ্রুপ করে আলাদা চ্যাট ফিল্টার তৈরি করা যাবে।
এদিকে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কাস্টম লিস্ট ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। বিশেষ করে যাদের অনেকগুলো চ্যাট থাকে তারা এই ফিচারটি স্বাচ্ছন্দ্য ব্যবহার করবে।
এসএস
ব্যবহারকারীদের জন্য নতুন চমক আনলো হোয়াটসঅ্যাপ
01-11-2024 06:50PM