অচিরেই দুর্যোগের পূর্বাভাস দেবে এআই

  11-01-2025 06:55PM

পিএনএস ডেস্ক: এবার প্রাকৃতিক দুর্যোগের পূর্ভাবাস দেবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এতে বিপর্যয়কর এসব ঘটনার প্রভাব কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। সেই সাথে দুর্যোগের প্রকৃতি বিবেচনায় আগে থেকেই প্রস্তুতিও নেয়া যাবে।

এআই বিপুল পরিমাণে তথ্য দ্রুত প্রক্রিয়াকরণ করতে পারে। সেই সাথে করতে পারে বিশ্লেষণও।

প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস নির্ভর করে আবহাওয়ার পরিবর্তন, ভূমির গতিবিধি বা পানির স্তর পরিবর্তনের মতো নানাবিধ বিষয়ের উপর, যার থেকে মিলতে পারে আসন্ন প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত।

এআই কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস দেওয়ার জন্য বছরের পর বছর ধরে ঐতিহাসিক আবহাওয়ার ধরন বিশ্লেষণ করতে পারে। ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া কঠিন বিষয়। তবে ভূমিকম্পের কার্যকলাপ বিশ্লেষণ করতে এআই ব্যবহারের নতুন উপায় খুঁজে পাচ্ছেন গবেষকরা।

বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার কমিউনিকেশনস ২০২১’-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, বিস্ময়করভাবে নির্ভুলতার সঙ্গে বড় ভূমিকম্পের কারণ এমন ছোট ভূ-কম্পনের পূর্বাভাস দিতে পারে এআইয়ের বিভিন্ন মেশিন লার্নিং মডেল।

ঘূর্ণিঝড় ও টাইফুন আরেকটি ক্ষেত্র, যেখানে বড় প্রভাব ফেলছে এআই। বিভিন্ন স্যাটেলাইটের ছবি, সমুদ্রের তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপ বিশ্লেষণ করতে এআই ব্যবহার করছেন বিজ্ঞানীরা।

২০২২ সালে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, প্রচলিত পূর্বাভাস পদ্ধতির চেয়ে বিভিন্ন এআই মডেল ঘূর্ণিঝড়ের তীব্রতার পূর্বাভাস দেওয়ার বেলায় ৪০ শতাংশ বেশি সঠিক।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন