পিএনএস ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ‘নিখোঁজ বিজ্ঞপ্তি’ দিয়েছেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।
প্রথমেই ‘নিখোঁজ বিজ্ঞপ্তি’ দিয়ে কাফি তার স্ট্যাটাসে লেখেন, আজকে সিলেট স্টেডিয়ামে বসে আমার মানিব্যাগটি হারিয়ে যায়। মানিব্যাগের মধ্যে বেশ কিছু টাকা রয়েছে এবং ব্যাংক কার্ড ও এনআইডি কার্ড রয়েছে। কেউ পেয়ে থাকলে দয়া করে জানাবেন।
তিনি লেখেন, যতদূর মনে পড়ে রংপুর জিতে যাওয়ার পর আমি যখন বের হতে ছিলাম তখন অনেক সেলফি দিতে হয়েছিল। তখন আমার খেয়াল ছিল না। তারপর এখন গাড়িতে উঠে দেখি মানিব্যাগ নাই। ওই স্ট্যাটাসের এক ঘণ্টা পর আরও একটি পোস্টে কাফি অনুরোধ জানিয়ে লেখেন, ভালোবাসা দিতে গিয়ে মানিব্যাগ হারালাম। যাহোক, এট লিস্ট আমার এনআইডি কার্ডসহ কার্ডগুলো আমাকে ফিরিয়ে দিয়েন।
তিনি লেখেন, জীবনে এই প্রথম চুরি হলো আমার থেকে। স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় আজ একটু বেশিই সেলফি দিতে হয়েছিল। সেলফি দিতে দিতে মানিব্যাগও অন্যের হয়ে গেলো। সবশেষ পোষ্টের হৃদয়ভাঙার একটি ইমোজি জুড়ে দিয়েছেন নুরুজ্জামান কাফি।
পিএনএস/রাশেদুল আলম
‘নিখোঁজ বিজ্ঞপ্তি’ দিলেন কনটেন্ট ক্রিয়েটর কাফি
10-01-2025 12:15AM