ইন্টারনেট বন্ধ রোধে স্টারলিংক চালু হবে: শফিকুল আলম

  26-02-2025 12:39AM

পিএনএস ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিংক চালু করার মূল কারণ হল ইন্টারনেট অনলাইন সেবা বন্ধ করার ব্যবসা চিরতরে রোধ করা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তার যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন, শেখ হাসিনার একনায়কতন্ত্র তার ১৬ বছরের শাসনামলে বেশ কয়েকবার ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল তিনি।
আলম বলেন, বিক্ষোভ দমন বা যেকোনো বড় বিরোধী আন্দোলন দমন করার জন্য ইন্টারনেট বন্ধ করা স্বৈরশাসকদের একটি প্রিয় হাতিয়ার। তিনি বলেন, বন্ধ রাখার এই প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছেন।

প্রেস সচিব বলেন, এ কারণে কেউ কেউ চিরতরে তাদের চুক্তি ও চাকরি হারিয়েছেন। বাংলাদেশের বাজারে স্টারলিংকের আগমনের অর্থ হল ভবিষ্যতের কোনো সরকার ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে না। তিনি বলেন, বিপিও ফার্ম, কল সেন্টার এবং ফ্রিল্যান্সাররা আর কখনও ইন্টারনেট বন্ধ রাখার কোনও নতুন প্রচেষ্টার কারণে ক্ষতির শিকার হবে না।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন