পিএনএস ডেস্ক: খুলনায় মাদকের অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে রনি সরদার (২৪) নামের এক মাদক কারবারি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় নগরীর রূপসা গরুরহাট কবরস্থানের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রনি নগরীর টুটপাড়া এলাকার মৃত আব্দুর রব সরদারের ছেলে।
হত্যাকাণ্ডের ঘটনায় খুলনা সদর থানায় ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন নিহত রনির মা মমতাজ বেগম।
এদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ টুটপাড়ার বাবুল শেখের ছেলে নয়ন শেখ (৩০), শিপইয়ার্ড এলাকার ফরহাদ মৃধার ছেলে মিরাজ মৃধা (২৫) ও সিমেন্ট ফ্যাক্টরি রোডের খোকন হাওলাদারের ছেলে জসিম হাওলাদার (২১)।
এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, দুইটি ছুরি ও প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (২৯ মে) দুপুরে এ তথ্য জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার তাজুল ইসলাম।
তিনি বলেন, নিহত রনি ও গ্রেপ্তারকৃতরা সকলেই মাদক কারবারি। তারা মাদক কারবার ও টাকার ভাগাভাগি নিয়ে রনিকে ডেকে এনে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় আরো কয়েকজন সম্পৃক্ত রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামি নয়নের বিরুদ্ধে খুলনা থানায় পূর্বের একটি হত্যা মামলাসহ চারটি এবং আসামি মিরাজ মৃধার বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে।
এসএস
খুলনায় মাদক কারবারিকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৩
29-05-2024 06:31PM