পিএনএস ডেস্ক: ঈদে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও মহাসড়কে ডাকাতি রোধে ঝিনাইদহে পুলিশি টহল জোরদার করা হয়েছে। জেলার সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশের অস্থায়ী চেকপোস্ট। সন্ধ্যার পর থেকেই ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার যাত্রীবাহী বাসে চলছে তল্লাশি ও ভিডিও চিত্র ধারণ।
সরেজমিন দেখা গেছে, ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনারে অস্থায়ী চৌকি বসিয়ে যাত্রীবাহী দূরপাল্লার বাসে তল্লাশি কার্যক্রম শুরু করেছে পুলিশ। সদর থানা পুলিশ ও আরাপপুর হাইওয়ে পুলিশ যৌথভাবে এ তলাশি কার্যক্রম পরিচালনা করছে।
যাত্রীবাহী বাসে পুলিশ ভিডিও ধারণ করে তা সংরক্ষণ করছে, যাতে যাত্রীবেশে কেউ ডাকাতি বা ছিনতাই করার সুযোগ না পান। পুলিশের এই উদ্যোগে যাত্রী ও পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজারদের মাঝে স্বস্তি ফিরেছে।
জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঝিনাইদহ-মাগুরা সড়কের হাট গোপালপুর বাজার, যশোর-ঝিনাইদহ মহাসড়কের বিষয়খালি বাজার, কালীগঞ্জ শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, ঝিনাইদহ-মহেশপুর সড়কের খালিশপুর মোড়, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এসব পয়েন্টে যাত্রীবাহী যানবাহনে রাতভর চলছে নিয়মতান্ত্রিক তল্লাশি ও ভিডিও চিত্র ধারণ।
ঢাকাগামী যাত্রী সুজন মাহমুদ বলেন, ‘রাতের বেলা দূরপাল্লার বাসে ছিনতাই ও ডাকাতি রোধে পুলিশের এই উদ্যোগ প্রশংসনীয়। পুলিশ তৎপর হলে অপরাধীরা সুযোগ পাবে না। যাত্রীরাও নিরাপদ বোধ করবে।’ আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তল্লাশি জোরদার করা হয়েছে। আসন্ন ঈদে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মহাসড়কে ও যাত্রীবাহী বাসে ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা রোধে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তল্লাশি কার্যক্রম চলবে। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের জানমালের নিরাপত্তার স্বার্থে রাতব্যাপী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ একসঙ্গে কাজ করে যাচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ সড়কের নানা পয়েন্টে পুলিশ কাজ করছে।
পিএনএস/রাশেদুল আলম
ডাকাত আতঙ্কে যাত্রীদের নিরাপত্তায় ঝিনাইদহে পয়েন্টে পুলিশের টহল জোরদার
12-03-2025 11:11PM
