চট্টগ্রামে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

  06-07-2024 06:38PM

পিএনএস ডেস্ক: ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো কোটা সংস্কার আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই আন্দোলনে সংহতি জানিয়ে চট্টগ্রামের দুই নম্বর গেইট এলাকা অবরোধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এতে দীর্ঘ সময় ধরে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে চারটা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা।

এতে দুই নম্বর গেইট থেকে জিইসি সড়কে অন্তত দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়া চট্টগ্রাম মেডিকেল সড়ক, মুরাদপুর সড়ক, বায়েজিদ সড়কের অবস্থাও একই। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসব পথের যাত্রীরা।

সাইদুর রহমান নামে এক যাত্রী বলেন, এক ঘণ্টা ধরে সড়কে আটকে আছি। অনেক অ্যাম্বুলেন্স আটকা পড়েছে।

ইব্রাহিম নামে এক ভ্যানচালক বলেন, মালামাল নিয়ে এক ঘণ্টা ধরে বসে আছি। কখন যেতে পারবো জানি না।

চার দফা দাবিতে এ আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো-

১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে।

২. ‘১৮-এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সব গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে।

৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে।

৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন