দুই স্থানে ব্রহ্মপুত্রে ভাঙন, আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা

  07-07-2024 12:46AM

পিএনএস ডেস্ক: শেরপুরের পৃথক দুটি স্থানে ব্রহ্মপুত্র নদের ভাঙন দেখা দিয়েছে। এতে ভাঙনের মুখে পড়েছে শেরপুর সদর উপজেলার ৬নং ও ৭ নং চরের ঘরবাড়ি, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান।

স্থানীয়রা জানান, কয়েকবছর ধরে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ৬ নং চরের ব্রহ্মপুত্র নদীর ভাঙনে দুই পাড়ের মানুষ নিঃস্ব হচ্ছে। ইতিমধ্যে নদী ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে শতাধিক পরিবার।

এবছর ৬ নং চরের বাসিন্দারা নদী ভাঙনের কবলে পড়ে সরিয়ে নিচ্ছে ঘরবাড়ি।

জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের পানি নেমে আসায় ভাটি অঞ্চলে বাড়ছে বন্যার আশংকা। এমতাবস্থায় নদী ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেতে পারে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খান বলেন, ‘শেরপুরে কয়েকটি নদীর ভাঙ্গন দেখা দিয়েছে। নদী ভাঙ্গন এলাকার খোঁজখবর নিয়ে বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করেছি। স্থায়ীভাবে নদী ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন