ধামরাইয়ে ঐতিহাসিক রথযাত্রা আজ শুরু

  07-07-2024 02:51AM

পিএনএস ডেস্ক: ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা শুরু হচ্ছে আজ। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসব শেষ হবে ১৫ জুলাই উল্টো রথ টানের মধ্য দিয়ে। তবে রথমেলার ২১ দিনের অনুমোদন থাকলেও তা চলবে ম্যাসব্যাপী।

দেশের সর্ববৃহৎ এ রথমেলায় প্রায় ২০০ অস্থায়ী দোকানপাট বসেছে।

মেলা কমিটির দেওয়া ইজারাদার জমকালোভাবে আয়োজন করেছেন সার্কাসসহ পুতুল নাচের। রথযাত্রা ও মেলাকে কেন্দ্র করে অতিথি ও দর্শকদের জন্য স্থানীয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা।

রথযাত্রা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন জানান, রবিবার বিকেল সোয়া ৫টায় রথ টান দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষাধিক লোকের সমাগমে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা প্রমুখ।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন