বরগুনায় ৭৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ, ২ জনকে জরিমানা

  07-07-2024 04:14PM

পিএনএস ডেস্ক: সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন বরগুনার আমতলীতে ২ জনকে জরিমানা করেছে প্রশাসন। এসময় ৭৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধারসহ হাতেনাতে ধরায় এ জরিমানা করেছে প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক হাসান এ অভিযান পরিচালনা করেন।

শনিবার (৭ জুলাই) রাতে উপজেলার নতুন বাজার বাসষ্ট্যান্ডে অন্তরা পরিবহন থেকে এসব উদ্ধার করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে মাছধরা নিষিদ্ধ করা হয়েছে। শনিবার রাতে কুয়াকাটা ও কলাপড়া থেকে সামুদ্রিক মাছ গাড়ি যোগে ঢাকা নেওয়ার পথে বটতলা নতুন বাসস্ট্যান্ডে ঢাকা গামী অন্তরা পরিবহনে তল্লাশি চালায় উপজেলা প্রশাসন। এসময় ৭৫০ কেজি সামুদ্রীক মাছ উদ্ধার ও বাসের হেলপারসহ জড়িত দুইজনকে জরিমানা করেছে প্রশাসন। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানায় ও গরিব অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। আটক দুইজনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করে ছেড়ে দেন।

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে সামুদ্রিক মাছগুলো উদ্ধার করে এতিম খানায় দিয়ে দেওয়া হয়েছে আর ২ জনকে জরিমনা করে ছেড়ে দেওয়া হয়েছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন