পিএনএস ডেস্ক: দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসীম আহমেদ নীরবকে গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি তাপস কর্মকার। পরে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৫ আগস্ট ও ৩ অক্টোবর তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। দুটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম।
র্যাব জানায়, গত জুলাই মাসে দেশব্যাপী কোটাবিরোধী আন্দোলন শুরু হলে নীরবসহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণির নেতাকর্মীরা নিরস্ত্র ছাত্র-জনতার ওপর অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। এসব ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। তাকে আইনের আওতায় আনতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। একপর্যায়ে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, ছাত্র না হয়েও দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন জসীম আহমেদ নীরব। তার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখলের বহু অভিযোগ রয়েছে। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এসএস
দক্ষিণ কেরানীগঞ্জের ছাত্রলীগ নেতা সেগুনবাগিচায় গ্রেফতার
09-10-2024 08:18PM