পিএনএস ডেস্ক: টঙ্গীর ইজতেমার মাঠে গভীর রাতে মুসল্লিদের ওপর হামলায় বর্বর হামলাকারী সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং খুনিদের ফাঁসির দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর নবীনগর-চন্দ্র মহাসড়কের আশুলিয়ার বাইপাল মোড়ে বিভিন্ন এলাকার মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জমায়েত হয় মুসল্লিরা। পরে সেখানে তারা একটি সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, ইজতেমার মাঠে রাতে সন্ত্রাসী কায়দায় হামলা করে যারা মানুষ হত্যা করেছে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। সাদপন্থীদের যদি সঠিক বিচার না করা হয় তাহলে আমরা কঠিন আন্দোলন করবো। তাবলিগ জামাতের সঙ্গে সাদপন্থীদের কোনো সম্পর্ক নেই। তারা উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী। তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদসহ তার অনুসারীদের বাংলাদেশ থেকে আজীবন নিষিদ্ধ করতে হবে।
পিএনএস/রাশেদুল আলম
ইজতেমার মাঠে সংঘর্ষ: আশুলিয়ায় সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
20-12-2024 05:40PM